তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে.......
ভৈরবী রাগ এর সুরে পাখিরা কথা বলে যেখানে,
সূর্যোদয়ের প্রথম কিরণে মোহাবিষ্ট প্রকৃতি যেন দেহসৌষ্ঠবসম্পন্না নারী,
সাদা বকুলের সুগন্ধে সুরোভিত চারিদিক আত্মহারা হয়ে যায়,
হৃদয় বিচলিত মায়াবী কিসব শব্দ ভেসে আসে বাতাসে,
আকাশে প্রতিদিন রংতুলি নিয়ে যেন আঁকার প্রতিযোগিতা হয়,
অনন্তকাল ধরে বসন্ত ঋতু সেখানে বিরাজমান,
দূরে কোথাও পাহাড়ের কোলে ঝর্নার জলের শব্দ শোনা যায়,
গোধূলি পেরিয়ে সন্ধ্যা নামায় কেও যেন মধুর বাঁশির সুরে,
জোনাকির আলো আর ঝিঁজির ডাকে প্রকৃতি যেন এক অদ্ভুত রঙ্গমঞ্চ,
চাঁদের আলোয় নদীর ঢেউ সেখানে নৃত্যকলা প্রদর্শন করে।
বিচিত্র আমার এই পৃথিবীতে তোমারই অনুপস্থিতি শুধু,
তোমার চাহনীতে প্রাণবন্ত হয়ে ওঠে যেমন বিভোল চিত্ত,
নিশ্চিত তোমার পরশে চনমনে হয়ে উঠবে ঘাসফুলের দল,
হাত ধরে হেঁটে যাবো রূপকথার জঙ্গলের ভেতরে,
জুঁই ফুলের মালা দিয়ে বরণ করবে পরীরা,
প্রকৃতির শোভা দ্বিগুণ হয়ে উঠবে তোমার অপ্রতিম সৌন্দর্য্যে,
আমার পৃথিবীর আকাশে লেখা থাকবে শুধু তোমার নাম,
স্নেহালিঙ্গনে জড়িয়ে রাখবো স্বীকারোক্তি রইলো চিরন্তন।