সময়ের স্রোতে ভেসে যাওয়া ক্লান্ত নাবিক আমি
দিক ভ্রান্ত ভেলা টেনে চলেছি তীরের খোঁজে,
চোখে স্বপ্ন নিয়ে কঠোর বাস্তবতার নিরিখে নিজ কক্ষে ঘূর্ণয়মান
বিষন্ন রোদের তাপে ফোসকা পড়েছে আত্মপ্রত্যয় এর দেওয়ালে।


হঠাৎ!!ভোরের এক চিলতে রোদের ঝিলিক হাতের মুঠোয় নিয়ে তোমার আসা
ছুঁতেই,, অনন্ত কালো মেঘ মুছে হয় নতুন সকালের আবির্ভাব।
এক ফোঁটা জলের আশায় মন যেখানে তৃষ্ণার্ত চাতক পাখি
তোমার পরশে আত্মবিশ্বাসে আসে সজীবতা।
দিক হারা পথে পেয়ে যাই এক নতুন তীরের দিশা
শ্রাবণের প্রবল বৃষ্টিধারায় নিভে যায় দাবানলের আগুন,ধুয়ে মুছে যায় সমস্ত কষ্টের বাঁধ।


শরীরের প্রতিটি অণু পরমাণু, শিরা উপশিরায়, শ্বাস প্রশ্বাসে তোমারই অস্তিত্ব
রন্ধ্রে রন্ধ্রে, লোমকূপে মিশে আছে তোমার নাম।
নিদ্রত অথবা জাগরণে সর্বদা তোমাকেই জপে
হৃদয়ের মরুভূমিতে ভালোবাসার বীজ পুঁতে।