ছোটবেলার ক্ষুদ্র বুদ্ধির চিন্তাধরায়,
এ পৃথিবীর সীমানা বোধয় পাশের গ্রাম অবধি।


স্বজন দের থেকে দূরে বিদর্ভে পৌঁছে যাওয়ার অভি-শঙ্কায়,
গ্রাম থেকে বাইরে যাওয়ার অভিপ্রায় হয়নি কখনও।


অতঃ-পর ভুলভাঙা বয়স নিয়ে এলো শহরে,
শুরুতেই দ্রুতগতির স্রোত সাগরে হাবুডুবু খাওয়া।


ধীরে ধীরে অধিগত হল মানুষের ব্যাবহারিক কদাচার,
একে একে উদ্ভেদ হল মানুষের পৈশুন্যতার।


আবিষ্কার করলাম দুঃখ কষ্টে মোড়া এক অন্য পৃথিবী,
পিশাচ রুপী মানুষ, ভাঙা চোরা দেশমহাদেশ আর ক্ষতবিক্ষত পৃথিবীর।


বিনিময়হীন সুখ এখানে অন্ধকূপ কারাগারে বন্দি,
যার চাবি অতলস্পর্শ সমুদ্রে অলখ।


চারটি পাড়া মিলে তৈরি গ্রাম এখনও স্বর্গের ন্যায়,
বাড়ির পাশের মাঠ জুড়ে সীমানা ছিল মূলত সুখের।


জীবিতাশার তাগিদে যুদ্ধের নৃত্যশালায় চিৎকার করি,
অথবা ভাবি নিজেকে অন্য গ্রহে নির্বাসিত প্রথম মানব।