অই পাড়ে একরাশ নতুন দিনের কুড়ি
এ পাড়ে আরেক নিদ্রারিক্ত রাত্রি
অস্ফুটে ভাটিয়ালীর সুর; সাথে,
শুধু একটি নদী নিরপেক্ষ জীবনের পথে
মাঝখানে তার পথ গেছে বয়ে,
কারো কারো মনে আশা জাগে,
কারো কারো মনে নিরাশা,
কারো কারো স্তব্ধ মন, আশা-নিরাশার ফাঁকে,
অবাক হয়ে শুনে,
দিনশেষে নদীটিও গায়
জীবনের গান।
ভোরের রবির মতো অই পাড়ে
বারবার উঁকি দেয় নতুন দিন।


নতুন দিনের সাথে সেইদিনকার
মিল নেই কোনো;
সেইদিনকার, শোক আর নাই আজ;
সেইদিনকার, প্রেম আর নাই আজ;
হঠাৎ ঝড়ের মতন, উড়ন্ত
সেইদিনকার স্মৃতি আর নাই আজ।


তবুও এ পাড়ের কিছু স্তব্ধ মানুষ,
নিঃশব্দে
আজও পুরাতনকে চায়।
অই পাড়ে একরাশ নতুন দিন,
এ পাড়ে গোপনে নিদ্রারিক্ত রাত্রি।