মাথা নিচু করে বসে থাকতে দেখে
সবাই ভেবেছিল হয়তো, পাখিটি ভয় পেয়েছে।
কেউ কেউ আরো ছুড়ে দিয়েছিল তামাশা,
অথচ পাখিটি সত্যি ভয় পায় নি,
কেবল বন্দী দশায় উড়ে যেতে পারে নি।
তার চোখে যতটা না ছিল ভয়,
তার চেয়ে বেশি ছিল ঘৃণা।


মাথা নিচু করে চুপচাপ খাবার খেতে দেখে,
সবাই ভেবেছিল হয়তো, পাখিটি পুষ মেনেছে।
কেউ কেউ নিজ হাতে আদরে তুলে দিতে চেয়েছিল খাবার,
সেই হাতই বন্ধ করেছিল খাচার দরজা,
পাখিটি চিনতে পেরেছিল।
অভিমানে অনেকটা সময় না খেয়ে থেকেও,
পাখিটি খেয়ে ফেলল,
কেউ তখন  বলেছিল, খাবারের লোভে পুষ মেনেছে,
আসলে তো, বেঁচে থাকতে পুষ মেনেছে।