ফিরেছে কতকাল পরে এসে মেঘ
বিদেশ বিভুই ঘুরে
অন্তিমের পরিশ্রান্ত পথযাত্রী,
সাথে করে
বিরামহীন কর্মযজ্ঞের জাতাকল
আর পকেটে অজানা রাত্রি।


আজকার স্রোতে স্রোতে তিমির
রাতেদের সুরে; মেঘ তাদের বলে
বিদেশের কথা; পরিশেষেঅশেষ
কৌতুহল!  তারপরে এক ঝাক শহরের ধ্বনি।
অার সাথে,
পাখির ডাকের ধ্বনি,
নদীর স্রোতের ধ্বনি,
মিশে গেছে কীভাবে?
ফিরেছে কতকাল পরে এসে মেঘ
ঝড়ের পুর্বাভাস আর বুকপকেটে অজ্ঞাত ধ্বনি।


আজকার বাতাসের সাথে,
মেঘের হঠাৎ দেখা ঘুম ঘুম রাতে!
স্বাগতম কুশলবিনিময়,
তারপরে একইসাথে,
তাদের পুরাতনকে মনে আসে,
আমারও পুরাতনকে মনে আসে,
মনে আসে,
আমাদের কী'ই বা ছিল বিশেষ?
ধানের ক্ষেতের ঘ্রাণ,
রাঙান ভোরের ঘ্রাণ,
কলের যন্ত্রের  সাথে মিশে গেছে কিভাবে!
ফিরেছে কতকাল পরে এসে মেঘ
মলিন উত্তরীয় আর উড়তে বাধ্য ঘুড়ি।