তুমি মানে   প্রভাতের শুকতারা,
তুমি মানে   জঠরের জ্বালা!
তুমি মানে   সর্বহারা।
তুমি মানে   জনতার কন্ঠ্স্বর,
যৌবন এর অগ্নিশিখা, অহঙ্কার, আবেগ
তুমি মানে   দুর্জয় সাহস, অভ্রভেদী আকাক্ষা,
তুমি মানে   রক্ষণশীল বিবেক।
তুমি মানে   জনতার হৃদয়ের দুর্বার জাগরণ,
তুমি মানে   বিদ্রোহ, আর বিপ্লবী জনগন।
তুমি তাই জীবনের অপর নাম, দীপ্রতর তাৎপর্য, বাঁচার বিশ্বাস,
তুমি তাই সর্বহারার সঙ্গে থাকার এক চিরতর আশ্বাস।
তুমি বিপ্লব, তুমি বিদ্রহের এক নতুন দিগন্ত
তুমি অবাধ্যতার ঢেউ, তুমি - সুকান্ত।।