কথামালা কেটে কুটে , লিখবে অন্য কিছু
রক্তস্রোতে মুছবে  তুমি ভাষার জাদু,
থাকবে শুধু বোবা কালা হরবোলা দল
এ প্রান্তে ও প্রান্তে থামাবে কলরোল ।


ভয়ে ভীত তুমি আজ, জানি আমি নিশ্চিত
কাগজ কলমের বন্ধন , হবে না অনিশ্চিত
কথার জন্ম তুমি কি দিয়ে ঠেকাবে ?
কথারা কথা কয় গলি থেকে রাজপথে।


মূল্যহীন বোধ আর বোধহীন ধর্ম
মানবতা ছিঁড়ে খুঁড়ে খোঁজে নিঃস্বপ্রাণ কর্ম,
আমি শুধু ভালোবাসি মানুষ আর মন
গেয়ে যাব শেষ পর্যন্ত, জীবনের গান ।