কখনো  ভাবি-


কবিতা আমি পড়ি অথবা  লিখি
না, কবিতা আমাকে বাধ্য করে তাকে লিখার অথবা পড়ার-


না, জানি না ...


কবিতা স্বতঃফূর্ত ভাবে হৃদয় থেকে বেড়িয়ে আসে
না, কবিতাকে জোর করে বেড়িয়ে নিয়ে আসি -

না, তাও জানি না ...


কবিতা খাঁচায় বন্দি পাখির মতন
সাদা পাতায় বন্দি হয়েই থাকে
না, কবিতা গ্রাম-শহর-নগরের আবাল-বৃদ্ধ-বণিতার
অন্তরে অন্তরে ঘুরিয়ে বেড়ায় -


না, সেটাও জানি না ...


----------------------------------------
Dr Pritish Chowdhury   01/02/2019