সাল  20১৩  !


অক্সফোর্ড  অভিধানে জ্বলে উঠে
একটা  শব্দ –


`সেলফি' –


`ওয়ার্ড অফ দা ইয়ের ' !


কারণ একটাই-
সারা বিশ্ব তখন  মোহাচ্ছন্ন  `সেলফি'- এর জ্বরে –


উত্তাল-  
মানুষের মন আর মগজ -
ক্রমশ  অত্যাধুনিক হাতিয়ার মোবাইলের আশীর্বাদে...!!


সেলফি !


খুব নতুন   লাগলেও তখন
নতুন নয় শব্দটি ...


সাল  ১৮ ৩৯ !


যেতে হবে সেই সময়ে
ফটোগ্রাফার  কর্নেলিয়াস-এর পাশে
তার  উৎস  খোঁজে,
যার হাতে  জন্ম পেয়ে
শতাব্দী জুড়ে  নিষ্প্রাণ সে -
প্রচন্ড শীতঘুমে….  


`সেলফি' !


আজ চির -জাগ্রত  !
  
যেন `যক্ষের ধন'  !


প্রিয় জনের  সাথে,  
কিংবা, কোনো বিশেষ  মুহূর্তের
আত্মগৌরবের  প্রকাশে …


`সেলফি' !
কখনোবা স্বাদ -আত্মঘাত !


হাজার  কৈশোর  যৌবন  মিশে গেছে  ঘৃণার্হ  
মৃত জাতের সাথেও-
দুঃসাহসিক ` সেলফি' র  মোহান্ধ হয়েও !


তবুও  দাঁড়াবে কি `সেলফি'  কদাপিও  থমকে ?



আজ কর্নেলিয়াস  নেই ,
নেই কোনো খেদ  তার ,
অমর  যে  করে দিলো `সেলফি’ তাকে -
অজান্তেই তার   !!
------------------------------------------------------
Dr Pritish Chowdhury    20/06/2020


অনুপ্রেরণা -অসমিয়া পত্রিকা `প্রান্তিক'-এ  (১ -৩০ এপ্রিল, 2020)  প্রকাশিত এক তথ্যের আধারে...