তোমাকে দেখব বলে
অপেক্ষা করে আছি এক শত বছর,
অল্পবিস্তর বেশিও হতে পারে।
অবশেষে শত বসন্ত পার করে তুমি এলে,
এলে মহাজাগতিক প্রেম নিয়ে।
দেখা হল তোমাকে, ছোয়াও হল
তবু অপেক্ষা ফুরালোনা।
তোমাকে জানবো বলে,
সযত্নে গেথেছি নক্ষত্রের মালা
হাতড়ে বেড়িয়েছি হিমালয়, আল্পস,
বারমুডা ট্রায়েঙ্গেলে হারিয়েছি নিজের অস্তিত্ব
উষর ভুমিকে করেছি উর্বর,
তবুও তোমাকে জানা হলনা।
জানা হলনা চোখের খরা-বৃষ্টির রহস্য,
জানা হলনা আমার কোন চাহিদাটা
রেখে দিয়েছ আমারি অগোচরে।
তোমার কক্ষপথে ঘুরে ঘুরে ক্লান্ত আমি
বহু শতাব্দীর শেষে হঠাত-
আরশিতে নিজেকে দেখে চিনলাম তোমাকে।
নীল শাড়ির আড়ালে মাংশের জঞ্জাল,
সুশোভিত বিষাক্ত ক্যাকটাস।