আকাশচুম্বী প্রাসাদ কিংবা অন্ধগলির আস্তাকুড়ে
প্রশ্নটা হল টিকে থাকার,
ওরা চিনে গেছে যাযাবর সময়ের বিশ্বাসঘাতকতা
নেপথ্যে মহাকাল।
এখানে মহাকাশ থেকে ভেসে আসে হাহাকার।
যেখানে সূর্যস্নানের মহড়া যেখানে বুটের তলায় পিষ্ঠ কীট,
আবার জোস্নার স্নিগ্ধতায় গলেছে সে পিচঢালা রাস্তা।
গাছের বিনিময়ে কিনেছি পরগাছা,
নির্বাসনে দিলাম তাদের
রোদচশমায় ঢাকা দুপুর অথবা প্রেক্ষাগৃহের পর্দা
যাদের বিভ্রান্ত করতে পারেনি।
এ শহর ধার ধারেনি বিধাতার আর্জির।
কিশোর বেয়ারার প্রথম বেতনে কিংবা
রঙ্গিন আসরে মিথ্যে বাসরে বারবনিতার ঝাঝালো আতোরে
সূর্যটা পাচ্ছে প্রতিনিয়ত নতুন জীবন।
এখানে বেসুরো বাশিতে বাজে সময়ের ক্রন্দন
আমার এক চোখে স্বপ্ন অন্য চোখে ধরা দেয় দুঃস্বপ্ন হয়ে
তোমাদের এই শহরে।।