পাক ধরেছে চুলে।
খবরের কাগজ, ব্যালকোনি, কলমদানী কিংবা
নির্জনে পদ্মা পাড়ের গোধুলী,
কোন কিছুই আর আগের মত টানেনা।
মাথাভর্তি জটিল ও অমিমাংশিত সমীকরন।
প্রয়োজন ছিল সূর্য ওঠার,
অস্তরাগে মুষল ধারায় বৃষ্টি হবার কথা ছিল।
ওরা বলেছিল আমাকে আর ভাবতে হবেনা
দায়িত্ব বুঝে দিলেই অফুরন্ত অবকাশ,
ওরা কথা রেখেছে, আমার এখন অঢেল সময়
শুধু জোড়াতালি দেওয়া পাঞ্জাবিটা আর
ওর হাপানির ইনহেলারটা বড্ড ভাবিয়ে তোলে।
কথা রাখেনি স্বেচ্ছাচারী জনৈক বিধাতা
প্রেয়সী হয়েছে দায়ভার।
তীর্থের কাকের মত তীর্থযাত্রার লাঠিটা
আকড়ে ধরার কোন মানেই হয়না।
সমাপ্তিতে প্রাপ্তির আশা নেই
এখন বিষন্নতায় প্রসন্নতার অভিনয়।
ভুলতে বসেছি অগোছালো জীবনের স্বরলিপি।
ইদানিং ছলনা করে ঘুনে ধরা মস্তিষ্ক,
আর আমি হারিয়ে যাচ্ছি সময়ের কৃষ্ণগহ্ববরে।