হয়তো আবার ভিড় বাসেতে রোজ সকালে,
হয়তো আবার হঠাৎ দেখা টার্মিনালে ।
মুমফলি আর "আন্ডা বয়েল" ট্রেনের ভিড়ে
অচেনা মুখ চেনা হবে মনের কোণে।


হয়তো আবার সাইকেলেতে টিফিন বেঁধে
রোজ সকালে ,
মজুর বাবা কাজে যাবেন জোর প্যাডেলে।


হয়তো আবার কচিকাঁচার হুল্লোড়ে ক্লাস,
অনলাইনের আগল ভেঙে হলদেটে বাস ।


হয়তো আবার, গলদঘর্ম পুজোর সেলে ,
অফিস কেটে অলস দুপুর শপিংমলে ।
সাতসকালে প্যান্ডেলে ছুট,
নতুন শাড়ির গন্ধ মাখা অঞ্জলী আর ঢাকের বোলে।


ফুটপাতে রোজ সন্ধ্যে নামবে
ভাঁড়ের চা আর চপ এগরোলে।


উঠবে মেতে গানের আসর
হয়তো আবার হাততালিতে ।
জমবে লড়াই হাড্ডাহাড্ডি
ভিড় ঠাসা ওই খেলার মাঠে ।


চ্যানেল জুড়ে কোভিড স্কোরের জায়গা নেবে
ভোটের খবর।
পাড়ার মোড়ের আড্ডাগুলো
এই সুযোগে জমবে জবর।


মুখের থেকে মুখোশগুলো পড়বে খসে
খোলা হাওয়ায়,
নতুন করে বাঁচবো সবাই ।
অসঙ্কোচে হাত রাখবো হাতের পাশে ।
হয়তো আবার ............
©️ Priyamrita Chatterjee