আমার দুঃখ গুলোকে সবুজ খামে ভরে  লুকিয়ে ফেলেছি,
মনখারাপদের  জন্যে বুনেছি সোনালি ঝালর দেওয়া
খুশির পোষাক।
একাকিত্বের ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে  গাঢ়স্বরে বলেছি
"বড্ডো ভালোবাসি তোমায়"।


কষ্টদের গা থেকে যে  সোঁদা মাটির গন্ধ বেরোয়,
তা বহু যত্নে ঢেকে রাখি মহার্ঘ আতরে ।


মুখ আর মুখোশে আজকাল আর তফাৎ করিনা,
মেঘ জমতে দেখলেই  সার্শীর ওপর টানিয়ে দি
রোদ্দুর রঙের পর্দা।


তবু ,কেন যে আমার বন্ধ জানালার ওপারে
আকাশ ভেঙে বৃষ্টি নামে -
                          প্রিয়ামৃতা চাটার্জী