রাত গভীর,বাদুড়ের ডানার মতো নেমে আসছে নৈশব্দ,
ল্যাম্প পোস্টের আলোয় রাস্তা জুড়ে কি এক মায়াবী আলোর হাতছানি -
দূর থেকে ভেসে আসছে কুকুরের কান্না মাখা রাতচরা পাখির তীক্ষ্ণ শিষ ।
এই মুহূর্তে হয়ত কোনো সীমান্তে প্রহরীরা বদলে নিচ্ছে তাদের দায়িত্ব ভার ,
কোন বিখ্যাত কবি হয়তো সংবর্ধনা শেষে  মালা খুলে রাখলেন  তাঁর মধ্য মেধার ঘুমন্ত স্ত্রীর পাশে l
এখন শহরের পানশালা গুলোতে উড়ছে রঙ্গীন বুদ্বুদ।
মধ্যবিত্ত জীবন এতক্ষণে নিস্পন্দ।


শুধু মায়ের চোখে ঘুম নেই ।
ক্লান্ত মন মিলিয়ে নিতে চাইছে
জীবনের পাওয়া না পাওয়ার হিসেব।
সমস্ত নির্ঘুম রাত পেরিয়ে ফিরে যেতে চায়
আরো অনেক অনেক পেছনে।


ঠিক সেই মুহূর্তে গায়ে এসে পড়ে ঘুমন্ত কচি হাত,
সব হিসেব থমকে যায় মূহুর্তে।
থাক না কিছু গরমিল,
শরীর জুড়ে , মন জুড়ে নেমে আসে
দুধের গন্ধ মাখা নিশ্চিন্ত ঘুমের আবেশ ।