ফুরফুরে রোদ্দুর-ঝলমলে দিন,
বেড়াতে বেরোলো তাই টিনটিন।
দিনদিন টিনটিন বড়ো হচ্ছে,
তাইতো সে রোজ ব্যস্ত থাকছে।
কাজের নামচা শোনাবে বলে,
তাই তো টিনটিন বেড়াতে যাচ্ছে।
সাইকেল করে একা একা ঘোরে,
নিচ্ছে না কাউকে সঙ্গে তার।
কাজের ফিরিস্তি শুনিয়ে যাচ্ছে-
যাকে তাকে হাজারবার।
বার দুই ঘুরে আসলো ফিরে,
কোথায় যাবে হারিয়ে তাই,
বড়ো টিনটিন ঝলমলে দিন-
তবুও নাকি ভয় পায়!
শুনে সবাই হাসছে খালি, বলছে খালি যে-
ছোট্ট ছেলের বড়ো হওয়ার শখ মিটেছে।