তোমায় পূজি তোমার গানে,    
            জানি এর নেই কো মানে।
তবু মনের গভীর কোণে তোমারই গান বাজে,
             জানি এ আমায় নাহি সাজে।


তুচ্ছ আমি তুচ্ছ অতি,
             অজ্ঞানী এক নারী।
তোমায় পূজি তবু তোমার কিছুই নাহি জানি।


জ্ঞানের আলো জ্বালাও তুমি সবার হৃদয় মাঝে,
সব হৃদয়েই আজও প্রভু তোমারই গান বাজে।


এতো কথা, এতো ভাষা কোথায় তুমি পেলে?
ভাবতে গিয়ে যাই হারিয়ে নিজের প্রশ্নজালে,
                    তবু উত্তর নাহি মেলে।


তুমিই জীবন করো শুরু তোমাতেই হই শেষ,
এমনই কোন শক্তি তোমার? তাই আজও তুমি বিশেষ।
তোমায় নিয়ে লিখতে বসে হারিয়ে ফেলি ভাষা,
করব শুরু কেমন করে, পাই না খুঁজে দিশা।


ধন্য প্রভু ধন্য তুমি তোমার বাণীর বোলে,
আজও তোমার সৃষ্টি তেই সকল ভুবন ডোলে।