প্রকৃতি, তোমার থেকে নিয়েছি অনেক কিছু
আছে বাকি আরো অনেক নেওয়ার।
কিন্তু তোমায় দিতে কি পেরেছি কিছু?
এতো দিনের জীবন গেলো আমার।
জানিনা কখনো পারবো কিনা-
মেটাতে তোমার ঋণ;


এতোদিন শুধু নিয়েই চলেছি
করছি আঘাত তোমায়।
তবুও তুমি বঞ্চিত করোনি কখনো আমায়।
অসীম তোমার সহ্য শক্তি, দানে অকৃপণ।
এমন নিবিড় প্রীতি পূর্ণ কিভাবে তোমার মন?


সব অন্যায় তুমি সইছো আদি থেকে আজও
এরপরও তুমি কেমন করে নিশ্চুপ হয়ে আছো!
আমাদের স্বার্থপরতাও আনতে পারেনি পরিবর্তন,
আজও তুমি দিয়েই চলেছো নিঃশেষ করে শক্তি আপন।
কখনো কখনো বোঝাতে মোদের করেছো তুমি কিছু আঘাত।
কিন্তু মানুষ বুঝেও ভুলেছে, করে চলেছে একই ভাবে দিনপাত।
আপন স্বার্থ সব কিছু আজ, মানব জাতির কাছে।
এগিয়ে চলেছে সকল ভাবনা পরে রয়েছে পিছে।
এমন ভাবেই কাটবে জীবন মানুষ নামক জীবের,
এমন ভাবেই দানবে প্রকৃতি, যতদিন শক্তি রবে সে প্রাণের।
তবে একদিন আসবে এমন যখন পাবো না আর সাড়া,
মানুষ হবে সেদিন দিশেহারা!