আমার পৃথিবী অনেক সুন্দর।
ফুলবাগানের মতো।
পাখি-ফল-ফুল, ঝরা বকুল
শুকতারারই মতো।
আমার পৃথিবী অনেক সুন্দর।
শাপলা ফুলের মতো।
সরোবরের ঐ ব্যস্ত ডাহুক
পদ্মশাখা যত।
আমার পৃথিবী অনেক সুন্দর।
সুপারি-সারি যেন।
পাতাগুলো সব বাতাসে ব্যাকুল
চোখ সরে না কেন!
আমার পৃথিবী অনেক সুন্দর।
প্রজাপতির মতো।
"শুঁয়াপোকা ছিল?" বলুক বলুক
জ্ঞানপাপীরা যত!
আমার পৃথিবী অনেক সুন্দর।
বিড়ালছানা যেন।
বিড়াল কোথায়? হাওয়াই মিঠাই!
যা খুশি তাই বলো!
আমার পৃথিবী অনেক সুন্দর।
নতুন চাঁদের মতো।
কে বলে তা শুকনো রুটি?
মানে বুঝিনে কেন?!
আমার পৃথিবী অনেক সুন্দর।
লজ্জাবতীর মতো।
আলতো ছুঁলেই চুপসে সে যায়
"শত্রু আমি?" না - তো!


আমার পৃথিবী অনেক সুন্দর।
খুকির গালের মতো;
যার হাসিতে মোর ছন্দপতন-
উপমা হারায় যত!