বক্ষে আমার ভাসে
নৌকা, ট্রলার, জাহাজ বিশাল
গন্তব্যের আশে -
ছুটে চলা মাঝি, সূর্য মশাল
দিগপাড়ে দীপ জ্বালে।
বক্ষে সবাই ভাসে।


শোনোনি কি কালে কালে
জড়িয়ে দিয়েছি মৎস প্রচুর
জেলেদের জালে জালে?
বহুদিনে বহু কালে,
মাতা, ভাই-বোন, শিশু, পরিজন
ডুবায়েছি আমি জলে,
পাষাণ বর্ষাকালে।


পুরে নাই মোর এক অভিলাষ
পুষেছি যা কালে কালে
ঘৃণা-বিদ্বেষ, হিংসে, লালসা -
মানবীয় জঞ্জালে,


বক্ষের তলদেশে -
ঠাই হোক, হোক সলিলসমাধি সবগুলো রিপুগুণে,
সদলবলে শোষকের, বাকি সবগুলো ফেরাউনে।