বড়োদের জ্বালা অনেক, ছোটোদের কম
সত্য কথা, অভিমান এ মনের যম।
অভিমান কীসের বলি? আজ বড়ো তাই।
আশা ছিলো লিখব খুব, যা সময় পাই!
চলছে যে পরীক্ষা, ফুরসত নাই।
_________________


বয়স হয়নি খুব কম, ভেবে দেখি খুব।
কাজের কাজ কী করলাম, হায়রে বেকুব।
শুরুতে আম্মুর কোলে, বাবার "হোটেলে"
কাটালাম সময় যত, বাদবাকি স্কুলে,
শেখার মতো কী শিখেছি, এযাবতকালে?
বর্ণমালা, কাক-বক, গুণ-ভাগ বাদে?


বাদ দেই শেখার কথা, সত্যিটা জানি
শেখার কোনো শেষ নেই, মৃত্যুতে ইতি তারি।
তবে আশার কথা বলি - যা জেনেছি আমি:
পৃথিবীর মানুষ সব, যত জ্ঞানী-গুণী,
কিংবা মিথ্যেবাদীরা, হোক খুনী, পাপী,
মহান যতো গুণীজন, শিখে কে-বা আসে?
কাঁদে যারা আঁধারে, পাপে অনুতাপে,
ধরাতে এসেছিল কি পাপ নিয়ে কাঁধে?


পৃথিবীর প্রয়োজনে,
সুজনে-কুজনে, গুণীতে-পাপীতে সে সাজে।
কুজন দুর্ভাগা পাপী, তবু ভাই সে আমার,
আর গুণীরা শ্রদ্ধারই বটে, নহে বন্দনার।