পিঁপড়ে ও মানুষ


             ......... ইফতেখার হোসেন


পিঁপড়েরা প্রতিদিন ঘর থেকে বেরয় !
মানুষও বেরয় !
পিঁপড়ে বেরয় ঝাঁক বেঁধে-
মানুষ বেরয় লুকিয়ে ।
আমিও লুকিয়ে থাকি আমার মাঝে ।
আয়না দেখতে বড্ডো লাগে ভয় ।
ভালোবাসতেও লাগে ভয় ।
মায়ার চাদরে চাইনা নিজেকে ডুবোতে ।
তবে পিঁপড়ে হওয়ার নেশা -
নেহাতই কম নয়!
অবান্তরে পথ চলা,
মনের সুবাদে সারি বাঁধা
নিজের রাস্তা নিজেই তৈরি করতে পাওয়া
এবড়ো সৌভাগ্যের !
চৌকাঠ ডিঙিয়ে ফড়িঙের দেহ দেখা
প্রয়াণের দৃশ্য দেখতে গিয়ে -
নিজেকে মৃত্যুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া;
সবুজ ঘাসের তলায় পদপীষ্ঠ হওয়ার
শতো ভয় বুকে নিয়ে-
তালগাছের তলায় বাসা বেঁধে
বাবুইয়ের ঘর দেখে হিংসা -
এযে মৃত্যুকে জয় করা !
আমাকেও জয় করতে দাও ;
মায়ার বন্ধন থেকে মুক্তি দিয়ে-
আমাকে তালগাছে উঠতে দাও !
নদীর কুলকুল জলের ছন্দে-
আমার হৃদস্পন্দনকে এক করতে দাও
আমাকে পিঁপড়ে হয়ে একসাথে
ঘর বাঁধতে দাও।
এইযে ওরা; সারি বেঁধে যাচ্ছে-
ওদের থামাও,
ওদের জানিয়ে দাও -
আমরাও সারি বাঁধতে জানি
আমরাও ভোর হলে বেরতে পারি
আমরা হাসতে পারি
আমরা কাঁদতেও পারি ।
দুঃখের দিনে আমরা বড়ো একা -
একথা বলো না ওদের।
শুধু ওদের কাছ থেকে মন্ত্রটা শিখে নাও ।
আমরাও পারবো -
আকাশকে নিজের করে নিতে
জলের রঙে নিজেকে মিশিয়ে দিতে
দুধের রঙে সাদা জীবন দিতে
আলোর ছটাই ভালোবাসার রঙ লাগাতে
আর দুধের শিশুর কবে মুখ ফুটবে
তার অপেক্ষাতেও জীবন কাটাতে  ।
আমরাও সারি বেঁধে ছিলাম
তোমাদের দেখে আবারও বাঁধতে চাই।


           -ঃ - ঃ-


২৮ শ্রাবণ ১৪২৮, ইংরেজি 14.08.2021 শনিবার