'অগ্রদূত' সেই সব প্রবঞ্চিতদের জন্য যারা তাদের প্রতিভা গুলোর উন্মেষ ঘটাতে পারে না , লালিত প্রতিভা গুলো প্লাটফর্মের অভাবে মুকুলেই ঝরে যায় যাদের, তাদের জন্য 'অগ্রদূ্ত'-এর পথ চলা ।সমস্ত লেখক পাঠক কে আমন্ত্রন জানাচ্ছি তাদের লেখা ,মতামত,পরামর্শ এবং সাহায্য দেওয়ার জন্য ।


সবার জন্য একটি খুশির খবর , অর্জুনপুরে প্রকাশিত হতে চলেছে 'অগ্রদূত' নামক একটি সাহিত্য পত্রিকা । আগামী ২১ শে ফেব্রুয়ারি ২০১৫ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এর দিন আমাদের প্রথম সংখ্যা প্রকাশিত হবে।


লেখা জমা দিন বিউটি ইলেক্ট্রনিক্স ,অর্জুনপুর কান্তর মোড় T.V- র দোকানে । মোবাইল নং 9932282225  ই-মেল agrodootsahityopotrika@gmail.com  আমাদের পত্রিকার web site ----- https://sites.google.com/site/agrodootsahityopotrika।


এখানে আপনারা আপনাদের লেখার অন-লাইন সংস্করণ দেখতে ও ডাউন লোড করতে পারবেন। ই-মেল -এ লেখা জমা দেওয়ার পর আপনার পান্ডুলিপির জেরক্স আমাদের কার্যালয় প্রগ্রেসিভ কোচিং সেন্টারা অথবা বিউটি ইলেক্ট্রনিক্স ,অর্জুনপুর কান্তর মোড় T.V- র দোকানে  অবশ্যই জমা দিয়ে যাবেন । আপনার নাম ,ঠিকানা এবং মোবাইল নম্বর অবশ্যই দেবেন । অন্য কারো লিখার কপি প্রমানীত হলে লেখাটি বাতিল বলে গণ্য হবে । অবশ্যই ফোন করে আসবেন ।


প্রবন্ধ এবং গল্প লেখা প্রকাশ করতে চাইলে  সর্বোচ্চ ৩৫০ শব্দের মধ্যে  লেখা দিবেন ।


আপনারা বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় লেখা জমা দিতে পারেন । তবে বাংলা


সাহিত্য সৃষ্টির প্রতি আমরা বেশি গুরুত্ব দেব ।


আমাদের পত্রিকার Web Site  WWW.AGRODOOT SAHITYO POTRIKA.COM  এটি একটি Google Site .অতএব Google-এ গিয়ে সার্চ করবেন । এছাড়াও www.facebook.com/agrodootsahityopotrika - এই ঠিকানায় আমাদের পেজ তৈরি আছে।


আপনারা চিঠির মাধ্যমেও আমাদের মতামত কিংবা লেখা জমা দিতে পারেন
আমাদের ঠিকানা - AGRODOOT SAHITYO POTRIKA , C/O - PROGRESSIVE EDUCATIONAL WELFARE SOCIETY ,ARJUNPUR,FARAKKA, MURSHIDABAD (WEST BENGAL ) INDIA, PIN -742202
ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে আপনার ই-মেল অথবা ডাক আমাদের দপ্তরে এসে পৌঁছাতে হবে । অন্যথা আমরা এই তারিখের পরে পাওয়া লেখা বাতিল বলে গণ্য করব । কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে ।


                      ধন্যবাদ
ইফতেখার হোসেন কর্তৃক রচিত,মুদ্রিত
সৌজন্যে -- প্রোগ্রেসিভ এডুক্যাশন্যাল ওয়েল-ফেয়ার সোসাইটি ।