একটি  অভিজ্ঞতা
কর্মহীনের   জীবন সংগ্রাম  পড়েছিলাম  পুস্তকে                                                                                                  আত্মজীবনে  তার  প্রতিফলন  বলবো   আজ  সকলকে
মেধাবী  ছাত্র  হিসাবে  পরিচিতি  ছিল  সব মহলে
অর্থাভাবে  অনেক স্বপ্ন  আমার  ভেসে  গেলো  জলে
অসুস্থ বাবার  পাশে  থাকতে  পড়াশুনায়  দিলাম  ইতি
চাইলাম  মায়ের  আশীর্বাদ  ও   রোজগারের   সম্মতি
চলে এলাম  শহরে  এক কাজের  সন্ধানে
একটা  কিছু  হবেই   এমন  ভাবনা  ছিল  মনে
পরিচিত  এক  আত্মীয়ের  বাড়িতে  উঠলাম  আমি  এসে
সংসারের  অবস্থাটা  খুলে  বললাম   তাকে বসে
শুনে  আমাকে আশস্ত  করে  দিলেন  এক  ঠিকানা
ভাবলাম বুঝি হয়তো  ঘুচবে কর্মহীনতার  যন্ত্রনা
পরের দিনই  সকাল  সকাল  গেলাম   আমি   সেখানে
বিরাট  বড় প্রতিষ্ঠান  আমায়  বসতে  দিলো  যতনে
বসতে  গিয়ে  দেখি  পাশে  আমারই  বন্ধু  রতন
কথা শুনে  বুঝলাম আমার  চেয়েও  ওর কাজটা  বেশি  প্রয়োজন
এ পৃথিবীতে  কত  মানুষ  আছে  কত  যন্ত্রনা  বুকে  নিয়ে
বোঝা  যায়  তখনি, যখন  দেখা  যায়  তাদের  চোখ  দিয়ে
সেখান  থেকে  এলাম  চলে   মনে  সান্তনা  নিয়ে  আমার
সুযোগটা  পেয়ে  অন্তত  বাঁচলো    আমার  মতোই একটা  পরিবার
যুদ্ধ  এখনো  অব্যাহত  কর্ম অন্নেষণের
যদি সংস্থান করতে  পারি  দুমুঠো  অন্নের ||