অনুভূতি


জীবন? জীবন মানে  তো  সুনির্দিষ্ট সময়  অতিবাহিত  হওয়া
      যার শুরুতে আসা  এবং  শেষে  যাওয়া |
এরই  মধ্যে লুকিয়ে থাকে  অতীত, বর্তমান  ও  ভবিষ্যৎ
     কৃতকর্মের  দ্বারা  হয়  চিহ্নিত সৎ  বা  অসৎ|
     ক্ষনিকের এই  সময়ে  থাকে  চাওয়া  আর  পাওয়া
    গতির অগতি কিংবা অগতির  গতির  গান  গাওয়া|
        দুঃখ, কষ্ট  আনন্দকে  অনুভব  করে  চলা
        কখনো আবার বাকরুদ্ধ  হয়ে  যায় গলা|
            জন্ম অতীত  আর মৃত্যু ভবিষ্যৎ
         চলমান বর্তমানই  হলো  এদের মধ্যে  তফাৎ|
          অতঃপর চলে  আসে  সময়ের  সেই ক্ষণ
       যখন অবচেতন মনে মৃত্যুকে করতে হয়  আলিঙ্গন ||


                            স্বরচিত