আত্মকথা


              উত্তাল স্বভাব আমার গর্জে উঠি বারবার
        আমারই মধ্যে আর এক পৃথিবী রয়েছে বাস করার
          আপন মনে ঘুরে বেড়ায় কত জীবন এখানে
         নেইকো কোনো বাধা নিষেধ যত্র তত্র ভ্রমণে
       আমার উপর ভরসা করে বেঁচে থাকে কত পরিবার
       জীবনের ঝুঁকি নিয়ে তারা আসে এখানে শতবার
         আমারই বুকেতে জন্ম  নেয়  কত  ঘূর্ণাবর্ত
         মনীষীদের চরণস্পর্শে আমি ধন্য   কৃতার্থ
        নিই না কোনো কিছুই  সবই  করে  যাই  দান
       সৃষ্টির  শুরু  থেকেই  আমার  আছে  এ  সন্মান
      আমারই বক্ষভেদ করে শত শত জাহাজ ছুটে  চলে
চন্দ্রের টানে নিজ প্রকৃতি বদলাই আরো আকর্ষিত  হবো  বলে
       যুগ যুগ ধরে মানুষ  আসে আর  আনন্দ পায় স্নানে
      চুম্বক যেমন লোহাকে তার  নিজের  দিকে  টানে
          ভিন্ন ভিন্ন বর্ণ আমার ভিন্ন ভিন্ন স্থানে
        কত কবিতায় ঠাঁই পেয়েছি, পেয়েছি কত  গানে
    একদিকে যেমন দিয়েছি আনন্দ, পেয়েছিও  অনেক  কষ্ট
        যখন দেখি মানবজীবন হয়েছে  আমাতেই  নষ্ট ||