প্রার্থনা
বাঁচার  সুপ্ত আর্তনাদ  পথপ্রান্ত থেকে গহন  অরণ্যে
কোথাও  দাবানলে   বা  কোথাও  মানব  দংশনে|
দিকে  দিকে  সাথীরা  ভীত  কমছে  যে তাদের   আয়ু
অথচ  পৃথিবীকে  আমরাই  দিই  বাঁচার  প্রাণ বায়ু|
ক্লান্ত  শরীর  বিশ্রাম  নেয়  আমারই  তনুতলে                                                                                                          ভূমিতে  দাঁড়িয়ে  থাকি  আর   ভেসে  বেড়াই  জলে|
পৃথিবীর  সৌন্দর্যবর্ধন কারী   ফুল  প্রদান  করি
পাতা ও   ফলে  ব্যাধি সারানোর  শপথ  গ্রহণ  করি |
একবার  ভেবে  দেখোতো  কি তোমাদের  দিইনা?
তবুও  মনে  আমাদের  অস্ত্বিত্ব  রক্ষার  ভাবনা|
জন্ম  থেকেই  ব্রতী  আমরা  তোমাদেরই   কল্যাণের
অথচ  তোমরা   উদ্দ্যত  হও   আমাদেরই  ছেদনের|
আবালবৃদ্ধবনিকা  সকলেরই  উপকার  করি
দোহাই  তোমাদের কোরোনা  আঘাত  কষ্ট  পাই  ভারী||