পুস্পকোন্দল


জবা  বলে  রজনীকে   অহং  নিয়ে চলো?
পুস্প জাতির  মধ্যে  আমি বড়  জেনে  রাখা  ভালো
রঙটি আমার  লাল  পরায়  আমায়  গলে
আবার  কখনো  স্থান  পাই  মায়ের  চরণ তলে
রজনী  বলে, জন্ম, মৃত্যু,  বিয়ে  এবং  বিধাতা  কে  নিয়ে
কোথায়  নেই  আমি  একবার  দেখতো নিজে   গিয়ে
আমার গন্ধে  মাতোয়ারা  হয়  আবালবৃদ্ধবণিকা
সব  কাজেতে  লাগে  আমায়  এটা  নয়কো  কোনো  ভনিতা
জবা  বলে  বটে, এই আছে  তোর  ঘটে
শোন তবে বলি,  ভিন্ন  ভিন্ন  বর্ণে  আমি  জন্মাই  পৃথিবীতে
কখনো লাল, কখনো গোলাপি, কখনো  রক্তমুখীতে
একশো  আটটি  সঙ্গী  নিয়ে  আদেশ হয়  মালা  তৈরীর
অঙ্গশোভা  বর্ধন  করি  মা কালী  থেকে  গৌরীর
রজনী  বলে  তোর যতকিছু চলন গমন  শুধুই  দেবস্থানে
আর আমাকে  তুই  দেখতে পাবি    স্বর্গ, মর্ত, পাতাল  ত্রিভুবনে
যতই  হিসাব  করিস  না  কেন  মিলবে  না  কো  শেষে
তার  চেয়ে  আয়  অহং  ফেলে থাকি  মিলে মিশে  ||


                          স্বরচিত