শব্দার্থ সন্ধানে
জন কোলাহলে  মাঝে মাঝে  চোখ  পড়ে  যায়  তাদের  দিকে
বেসামাল, কষ্টের  কিছু মুখ  ঘুরে  বেড়ায়  এদিকে  ওদিকে
অশ্রুসজল চোখে আমাদের  দিকে  ফ্যাল ফ্যাল  করে  তাকিয়ে  থাকে
মনে  মনে ভাবে যদি  তাদের  অবস্থাটা একটু  বুঝতো  লোকে
দূর বাপু,  সরতো দেখি  দেরি  হয়ে  যাচ্ছে  আমার
নেই নেই খুচরো নেই  তাড়া আছে  ট্রেন  ধরার
এটাই  সারাদিন  ঘুরে  ঘুরে  তাদের    প্রাপ্তি
হয়তো  কিছুজন  আছে যারা  আমাদের মধ্যেও ব্যাতিক্রম  ব্যক্তি
যারা  একটু  হলেও  আমাদের  থেকে  বেশি  হৃদয়বান
ভিক্ষুক কে  পোশাকি  চরিত্র  ভেবে তাদের   অন্তত  দেয়  সন্মান
আসলে  দান  শব্দটি  এখন   অবলুপ্ত  প্রায়
আবার   কখনো  সখনো ব্যবহার করি   যদি  মন  চায়
সকলের  তরে  সকলে  আমরা  কোথায়  যেন  হারিয়ে  গেছে
চেনা  শব্দ কিন্তু  অর্থটা  জীবনের আঙ্গিকে বেমানান  হয়ে  দাঁড়িয়ে  আছে
সামান্য  কিছু  সাহায্যে যদি মনে করি  অনেক  করেছি  দান
তাহলে  তাঁদের   কি  বলবো  যারা  জাতির  স্বার্থে  জীবনটাই  করলো বলিদান?