হে  বিধাতা , অন্ন হীনে অন্ন  দাও  বস্ত্র  হীনে বস্ত্র
ভেদাভেদ ভুলিয়ে  দাও, করে  দাও নিরস্ত্র|
তোমারই  দানে  পেয়েছি  জীবন, করো  তাকে  ধন্য
যেমন ভাবে  মনুষ্য জিভ চেটেপুটে  নেয়  পরমান্ন|
অসাম্য কে  মুছে দাও   তুমি  সাম্যের তুলি  দিয়ে  
ধনী, দরিদ্র শব্দগুলিকে চিরতরে  দাও  ঘুঁচিয়ে|
রক্ত, শিরা  ধমনীতে  যদি  পার্থক্য  না  থাকে
তাহলে জীবন স্রোতে কারুর  জোয়ার  কেউ বা  কেন  ভাঁটাতে?|
সকলেই  তোমার  সন্তান, তোমায়  ডাকে  একই  সুরেতে
তাহলে  কেন  একজন পায়  অন্য জন  বিনা অন্নতে|
যে দিকে  তাকাবে  দেখতে  পাবে  তুমি  একমুঠো  অন্নের  হাহাকার
একই পাত্র কোথাও  ফাঁকা কোথাও  তাতে  অন্নের  সমাহার|
চারিদিকে  শুধু  নেতাদের  ভিড়  মুখে  উন্নতির  প্রতিশ্রুতি
আদতে মানুষ  পায়  না যে   তার  কষ্ট  থেকে  অব্যাহতি|
তাই  তো  তোমার  কাছে  করি  করজোড়ে  প্রার্থনা
এমন  দূত  পাঠাও  তোমার  যে  বুঝবে  জীবনের  যন্ত্রনা||