অবচেতন মনের  এক  অদৃশ্য  পরিভ্রমণ
আনন্দ  বা  দুঃখের  সাথে   ঘটে করমর্দন|
হয়তো  ছোটো ছোটো  কিছু  স্মৃতির তরঙ্গে  ভেসে
বা  আগামীর  কিছু  কল্প  আসে  চিন্তনের  সংস্পর্শে|
পাড়ি  দিই  আমরা  এক  অচেনা  অজানা সভ্যতায়
যেথায়  চারিদিক ঢাকা  থাকে  আশ্চর্য  নীরবতায়|
অদৃশ্যকে  দেখি  আমরা  মনের  ভাবাবেগে
হৃদয়ে  তার অন্তরলেপন  ঘটে  সুখ দুঃখে   বা  আবেগে|
ভাবসাগরের রঙিন জলে ভেসে ভেসে  বেড়াই
কুড়িয়ে আনি নুড়ি পাথর যা কিছু পাই|  
কল্প বিজ্ঞান  আর  কল্পনার  এক  অভূত সংমিশ্রণ
বাস্তবে  না  হলেও  সেথায়  হয়ে  যায়  অপরিচিত  মনের  মিলন|
কখনো  আসে  রাজা  বেশে,  কখনো  বা  ফকির
কখনো  দেখি  তীব্র  আলো  কখনো  বা  তিমির|
যেমনি  হোক  তবু  তাকে  নিয়েই  বেঁচে  থাকি  আমরা
জ্বলজ্বল করে  থাকবে জীবনে  যেমন  আকাশে  থাকে  শুকতারা ||


                            স্বরচিত