সস্তার বাংলা খেয়ে, নদীর মত ভেসে ভেসে
কথা কয় ইতিহাস
মৃত্যরা জেগে উঠে মৃত্যুর খোঁজে
মনের দেয়ালে আঁকা প্রেম খসে পরে,
চুনসুরকির মত, পিছনে হেটে যায় নান্দনিকতা,
সস্তার বাংলা খেয়ে, নদীর মত ভেসে ভেসে
কথা কয় ইতিহাস।
শরতে সুখতারা একাকি পুরুষ
কামুকী রাত ঢলে পরে বুকে
তখন আমাদের চোখে শুধুই আধার,তীক্ষ্ণ আধার,
খাঁচা বন্দি পাখির মত, এ্যাকুরিয়ামে মাছের মত,
জলাবদ্ধ কচুরিপানার মত,
জীবন পূজার ডালায় পরে রয় বাসি ফুল
কোন ঘ্রাণ নেই, ক্লোরোফিলের উন্মাদনা নেই,
কোন ফাগুন নেই।


তবু দু'চোখের কাজল ধুয়ে
একাকি বিকেল খুঁজে
শীতের সকালে এক চিলতে রোদ্দুর।।।


১৯/০৮/১৬
আত্রাই,  দিনাজপুর-