মরমী সেকেলে
মন্ত্রপড়া প্রেম তাবিজে
জাগিয়ে রেখে
বুলবুলি হাত নাড়াল,
খুচিয়ে দিয়ে বুকের ভিতর,
সংগোপনে
শিমুলেরা আৎকে উঠে ক্লান্ত এখন
নিশিযাপন পিউপিয়ালি ছন্নছাড়া
যেমনতেমন
খুব গোপনে সবুজ পাতার শ্বাসের সময়
তুমি আমি ধ্বংস যে হই সেই বিকেলে,
আজো তার খুঁটি ধরে আটকে আছে এক ফালি চাঁদ।
ভাতের ক্ষেতে মোড়ক লেগে
দাম বেড়েছে প্রেম বাজারে,
ধূম বর্ষায় পোয়াতি গৃহে
চক্ষু জোড়া ভূল বকেছে,
তোমার মত
গাছের আরে জোড়া বিড়াল
বান ডেকেছে আপন করে,
খুব গোপনে,নদীরা সব হয়েছে ভরাট।
তবু আর হয়নি বিকেল,
ঝর্ণা ধারায়
ডুবে গেছে ফাগুন রেখে,
একলা একা আমারি পৌষ!!