এক সন্ধ্যার চোখে দেখা তোমার আমার
তুমি আমাকে ভালবাসার গাঙে
ডুবিয়ে রাখলে আধারে, অতঃপর
উঠলো চাঁদ ঘুচে গেল আধার।
বেল বকুলের গা ঘেষে বসলে মুখোমুখি,
ঝিঝিপোকার আড়িপাতা দেখে
মোহন সুরে শুনিয়ে দিলে
তোমার ভালবাসার পুঁথিপাঠ।
তোমার সুরেলা কণ্ঠের অমোঘ মূর্ছনায়
জোনাকিরা প্রেম প্রেম খেলে
শিস দিয়ে উঠে রাতের কোকিল
ঘুমন্ত জাতির চোখে আরও ঘুম বাড়ে।
আমি উড়ে যাই দূরদেশ অথবা অন্য গ্রহে
আষাঢ়ের জলে ভিজে
বসন্তের কৃষ্ণচূড়া হয়ে ফুঁটি
পূর্ণিমার চাঁদের সঙ্গে গড়া-গড়ি দেই।
আর ভাবি তারা আমায় ছুতে পারে না।
আমি পেয়েছি সেই হাত যার ছোয়ায় মধুর রাত
গভীর থেকে গভীরতর ।
যার প্রাপ্তিতে আমি উন্নত পুরুষ।
আকাশের এককোণে অবেলায়
বাদল ফুটে উঠল তুমি ভালবাসার দাবিতে ভিজতে ভিজতে হারিয়ে গেলে.............
আমি অপলক তাকাই সেই পথে
তোমার ছায়া ভেসে ওঠে দুচোখে,
বৃষ্টিকে ভারি করি
ভিজে বাতাসের গন্ধ শুধুই স্বপ্ন দেখায়।।