হে,
আমার সবুজ মাতা,
তব নীল গগনে-
দেখিয়াছি সূর্যদয়;
শত পাখির কূজনে,
দেখিয়াছি শিশির ধোয়া ধান ক্ষেতে -
খেলার ছলে বাতাস বয় ।
সরিষা পুষ্পে ভ্রমর উঠিয়া মেতে,
দেহ করিয়াছে মধুময় ।


হে,
আমার সবুজ মাতা,
তব সবুজের ছায়ে-
বসিয়া আম্র বৃক্ষতলে;
বাঁকা পথ ফেলিয়া বাঁয়ে,
দেখি ফিরিয়া চলে-
রাখাল বালক দলে দলে,
গরু লয়ে গাঁয়ে ।।


হে,
আমার সবুজ মাতা,
তব রক্তিম গগনে-
দেখিয়াছি সূর্যাস্ত;
নিজ গৃহ পথে চাষিগনে
ফিরিয়া চলে গুন-গুন গেয়ে;
মস্তকে বোঝা লয়ে ।


হে,
আমার সবুজ মাতা,
তব নিশীথের অন্ধকারে-
দূর হতে দেখি চলন্ত তারা;
ভ্রম শেষে দেখি জোনাকিরে ।
হাজারো তারাদের মাঝে,
দূর দিগন্তের সবুজের কোলে
জ্বলন্ত তারাদের সাজে ।


হে,
আমার সবুজ মাতা,
তব মাতৃ ক্রোড়ে-
আসিব পুনর্বার;
জন্ম হতে জন্মান্তরে ।
করি প্রার্থনা বিধাতারে,
জন্ম দিও মোরে-
এ বাংলার দুয়ারে;
ভালো যে বেসেছি বাংলারে ।
সবুজ সোনার বাংলারে ।।


#রামনগর, জঙ্গিপুর
রাত্রি ০৮ঃ৩০,  এপ্রিল ২০০৫