এক টুকরো মাটি দিয়ে আমায় গড়া হলো,
এক নতুন রঙে, এক নতুন রূপে।
আমায় সুসজ্জিত করা হলো,
শুকোনো হলো আমায়, রবির ধূপে।
আমি খুশি হলাম,
যেন করলাম, জীবনের সাথে এক নব চুক্তি।


অতঃপর হঠাৎ আমায় জ্বালানো হলো,
আমি মানা করলাম, শুনলো'না কেউ।
আমার অনুমতি বিনাই জ্বালানো হলো।
আমি নীরব রইলাম,
শুধু জ্বলতে থাকলাম নীরবে।
মনে মনে ভাবলাম,
পারবো কি বাঁচতে জ্বলন্ত এই গৌরবে?
ভাবলাম, এই জ্বলন্ত বাঁধণ থেকে
কবে পাবো মুক্তি?


হঠাৎ দেখি, এক মৃদু আলো-
আমায় দেখে হাসছে।
কেনো জানিনা খুব লাগলো ভালো।
সে কি আমায় ভালোবাসছে?
জ্বলন্ত শীখা জ্বলছিল আনন্দেতে,
ভাবলাম কিছু করি উক্তি।    


মৃদু আলোর নীলাভা টিকে
মনে মনে ভালোবাসলাম।
চেয়ে রইলাম তার দিকে,
চুপ করেই কাটাবো জীবন, ভাবলাম ।
কিন্তু কেউ চুপ করে থাকতে দিলো না,
অবশেষে বাদ্ধ হয়েই তাকে বললাম-
''নীলু আমি তোমায় ভালোবাসি।
তুমি বাসবে কি ভালো আমায়?,,
বললো-''আমার পাচ্ছে হাসি,
আমি ভালোবাসবো তোমায়?,,
হেরে গেলাম, পারলাম না।
নিরবেই সরে গেলাম, কাঁদলাম না।


সরে গেলাম বহু দূরে।
ঠিক করলাম দেখবো না আর ঘুরে।
নীলাভা থাক্ আমার বুকে
আমিই জ্বলি তার শোকে।


আমি যে প্রদীপ।


#আমি_প্রদীপ
ধুলিয়ান, ২০০৫