তোমার রূপের সুন্দরতা,
হৃদয় মাঝে তৃষ্ণা আনে।
তোমার হাসির মধূরতা,
বুকের মাঝে আঘাত হানে।
তোমার রঙের ঔজ্জ্বলতা,
ছলকে পরে আমার গানে।
দৃষ্টি তোমার মৃত্যু সম,
চেওনা কভূ গগন পানে।
প্রলয় নৃত্যে উঠবে মেতে এই পৃথিবী,
প্রেম বীলাপ এর শূণ্য জ্ঞানে।
কেন বার বার শ্রাবণের মত,
আসছো ফিরে এই জীবনে।
কত না ঘৃনা তোমার প্রতি,
জন্মে ছিল আমার মনে।
ভুলিয়ে গেলে এক নিমেষে
যত ক্রোধ্ মোর ছিল মরণে॥


#প্রশংসা
প্রদীপ কুমার দে
শুক্রবার, ২৯শে আগষ্ট ২০০৮
রাত্রি ২:২৯, ধুলিয়ান।