সময় বদলে যায়, বদলায় পৃথিবী।
দিন বদলে যায়, বদলায় রং।
ফিরে দেখা আর ফিরে পাওয়ার মাঝে,
রয়ে যায় শুধু স্মৃতি।


যুগের পরিবর্তেও, আসে যুগ।
অভিজ্ঞতা, অভিব্যাক্তিত্বও সময় এর খেলা।
জীবনের এই আসা যাওয়া মেলায়,
রয়ে যায় শুধু স্মৃতি।


আজ স্মৃতিগুলো পাথেও করে,
আবার নতুন করে বেঁচে ওঠার তাগিদ্।
বাঁচা মরার এই নিষ্ঠুর খেলায়,
সৃষ্টি হয় কিছু নতুন স্মৃতি।


সময় দেওয়া নেওয়ার সেই মিষ্টি ভাবনা,
প্রিয়জনদের সাথে সেই সৃষ্ট স্মৃতি,
কালের দেওয়ালে যখন পাই ঠাঁই-
রয়ে যাওয়া স্মৃতিগুলিই দেখায় পথ।


জীবন আর বন্ধুত্ব মৃত্যুতেই গিয়ে শেষ,
বুঝে ওঠার পথ হয়ে দাঁড়ায় ফিরে দেখা।
ফিরে দেখা সমান যখন স্মৃতি গুলি,
স্মৃতিগুলি সমান তখন চোখের জল।
এক সহজ গণিত কঠিনে রূপান্তর,
কঠিন যেন স্মৃতির আরালে সহজ।


আর জীবনের যত গুন-ভাগ মিলিয়েই
তৈরি হয় স্মৃতিকথা।


01:31 AM
10th June 2016
Dhuliyan