সিগারেট হাতে কলেজ ক্যান্টিনে,
বৃষ্টি ভেজা নবীন বরনের দিনে,
এক পলকে দুরু দুরু বুকে,
মুগ্ধ আমি দেখেছি তোমাকে।
আজও আছে ভালো ভাবে মনে,
কমলা শাড়ি ছিল তোমার পরণে।


সারাদিন ছিল বৃষ্টি অবিরাম,
মন ভরে শুধু তোমায় দেখলাম।
তুমি দু'হাতে আঁচল তুলে,
নেমে গেলে তুমি বৃষ্টির জলে।
গর্জে উঠেছিল আকাশ
বন্ধ করেছিলে তুমি তোমার নিঃশ্বাস।


আকাশ কালো মেঘে ছাওয়া,
গাছের থেকে পাখিদের উড়ে যাওয়া,
জলের ওপর বৃষ্টির ফোটা
তারপর হঠাৎ তোমার ওঠা,
বন্ধুদের আসছি বলে,
তুমি বাড়ির দিকে গেলে চলে।


সেইদিন থেকে প্রেমের উন্মাদনায়,
কত বছর কেটে গেল হিসাব নাই।
শুনেছি তুমি বরফের দেশে থাকো,
'তোমায় ভালোবাসি' জানানো হলো নাকো।
তোমার ওখানে তো তুষার ঝরে?


দীপ্তশ্রী,
প্রতিটি বৃষ্টির ফোটায় তোমার কথা মনে পরে॥


#ধুলিয়ান
২৬শে ফেব্রুয়ারী ২০০৯
রাত্রি ০১:০১