বহু দিন পরে এলে তুমি
এ মর্ত শাখের কুন্জে
ভরিয়ে তুলেছো সুখের দিশারী
শিমুল ফুলের পুন্জে
অগ্রভেদী শীত আসে
দিঘী পুকুর শুকিয়ে
তোমার আগমনে তপ্ত হয়ে
আজি কোথায় যে গেল লুকিয়ে
আর নাহি দেখা দিল
শীতের অসীম কর্তা
কোকিলের কন্ঠে শুনেছি আমি
তোমার আগমনের বার্তা
দেখেছি তোমায় গাছের শাখে
কটক পুষ্পে ভরা
রাঙ্গালে তুমি রঙিন করে
এ শীতাপ্ত কুন্ঠ ধরা
ফুলে ফুলে দেখা তোমার
শাখে শাখে বসতি
বৃক্ষ অঙ্গে আস তুমি
কভু নাহি হও অসতি
তুমি সত্য তুমি সুন্দর
এ মর্তের সৌন্দর্য তুমি
সমস্ত ঋতুকে হার মানিয়ে
করিয়াছো তোমার পদচুমি
হুংকার তোমার পলাশে ফুঠে
কোকিলের কন্ঠে গান
ফাল্গুনের ঐ মাতাল হাওয়ায়
জুড়ায় মন প্রাণ
আগমন কর মর্তে তুমি
সাজিয়ে বরণ ডালা
বাংলা তোমার অপেক্ষায় আছে
পড়াবে বসন্ত মালা
তুমি ক্ষণে আস ক্ষণে যাও
থাক নাহি কভু
তুমি বৃক্ষ তুমি ফুল
তুমি সৌন্দর্যের প্রভু
থাক তুমি জীবন ভরে
জড়িয়ে মর্ত ভূমি
সর্বসুন্দর উৎপত্তি তোমার
বসন্ত রাজা তুমি ।।