চাঁদ ওঠেছে ঐ গগনে
আমার খোকার পড়েছে মনে,
খেলতে যেতে হবে যে তার
পুকুর পাড়ের ঝুপটি কোণে।
রাতেই সে বেড়িয়ে পরে
পুকুড় পাড়ের ধারে,
ছেলে নেই মেয়ে নেই
চাঁদ কে সঙ্গ করে।
বাশের ঝারে ঝুপটি করে
হুতুম পেচা লুকিয়ে পরে,
তাই না দেখে খোকা আমার
হাতটি চেপে ধরে।
বলছে খোকা শুনছি আমি
ঐ যে কোন পাখি,
আমায় দেখে লুকিয়ে পরে
কি নাম তার রাখি ? 
খোকা বলে শুনছ মা,
পুকুর জলে চাঁদ মামা
দিচ্ছে কেমন হাসি,
জলে নেমে ধরব আমি
ধরব তারেই আজি।
মা বলেছে শুনরে খোকা
যাস না পুকুর জলে,
সাতার নাহি জানিস তুই
ডুববি পানির তলে।
ঐ খানে চাঁদ নাই
চাঁদের আলোর ছায়া,
পাবি না তুই চাঁদের ধরা
মিছে তারি কায়া।
আকাশেতে চাঁদ হেসেছে
ঐ দেখ তার আলো
কেমন করে জগৎ জুড়ে
কাটছে আধার কালো।।