মানববেশী সুন্দরী নারী
অহংকারে মন ভরা
নদীর জলে অহংকারে তার
হয়েছিল সে মরা
গোয়াল ঘাটে পারাপারে সে
উঠল ঘাটের নায়
নদীর ঢেউয়ে নৌকা টলে
ছিটকে পরে যায়
নদীর জলে পড়ল নারী
সাতার নাহী জানে
চোখ দুটি সে বন্ধ করল
ঢুকল পানি কানে
হাবু ডুবু করতে করতে
আসল শেষে ধারে
ধার খানিতে শ্যাওলা ছিল
উঠতে নাহি পারে
ধারের পাশে তাকিয়ে দেখে
কোনো মানুষ নাই
ঐ যে একটা নৌকা বইছে
অনেক দুরে তার ঠাই
চেচিয়ে বলে বাঁচাও আমায়
উঠাও নদীর পারে
শপ্তমনির হার দেব
উঠায় যে আমারে
দেখল না কেউ তার দিকে
যে পড়ছে নদীর জলে
অহংকারি মন খানি তার
ডুবল নদীর তলে।।