শীত গড় মর শীতের মরা
শীত আনছে বসন্ত খড়া
অধিক দেম শীত যে ছিল
ঠান্ডা ছাড়া আর কি বা পেল


শীত এসেছে বসন্তের আগে
বসন্ত দেখায় গাছের শাখে
শীত গাছের ঝড়ায় মুকুল
বসন্ত আনে রঙিন ফুল


শীত বসন্তের প্রতিদ্বন্ধিতায়
প্রকৃতি তার রুপ বদলায়
এমন খেলা খেলে আর কোন কাল
রঙিন মর্তে এরা ফেলেছে যে জাল


শীত আজ তার দাম্ভিকতায়
মর্তকে সে থরথরে কাপায়
করো কি এমন আছে সাহস
তার হাতে মর্ত নাচবে সরস


এমন করিয়া দেখিয়ে খেলা
রাজা হতে চায় সে
সব ঋতুকে পরাস্ত করে
বলে, আসুক এবার কে।।