দিয়েছি তো মোর নয়ন দিয়ে
নয়ন জলে ভরে
নেও নি তো বা কেমনে বলিব
তুমি যদি যাও দূরে সরে।
চেয়েছিলে তুমি তোমা
নিঢোল করিয়া
দিয়েছিতো মোর নয়ন জলে
হস্ত ভড়িয়া।
আর কি বা চাহিবে
এ হত দরিদ্রের পানে
দিতে নাহি বৃথা হব
এ জীবন প্রয়োজনে।
আজি নিস্তব্ধ এ জীবন খানি
দুরে নহি চাহিতে পারে
কেমনে থাকিবে এ জীবন সচল
ছাড়িয়া তোমারে।
হেথা যত কষ্ট দেও
ছাড়ি নাহি যাব
হাড়িয়ে যাও যদি
কোথায় আর পাব।
জীয়নে যেমনি ছিলে তুমি
স্বপ্নে তোমা দেখি
তোমায় নিয়ে কতনা ছবি
কতনা পুস্তক লেখি।
তুমি যদি মোরে তোমা
সঙ্গে নেও একটি বার
হৃদয় পুন্জে ভরিয়া রাখিব
দেহ যদি ও হয় ছাড়খার।
তুমি কি নিবে মোরে
তোমার সঙ্গে
এ জীবন চলার পথে
এই রঙ্গে বঙ্গে।
নাহি যদি নিতে চাও
বলে দিও মোরে
দিব নাহী ব্যাথা আর
এ মনের দুয়ারে।
দুরেই থাকিব শুধু
তোমায় ভালোবেসে
বৃথা নাহি হবে জীবন
তোমায় চেয়ে শেষে।।