জানালার ঘোলাটে কাঁচে দেখা বিবর্ণ রাত;
বৃহ্মের ফাঁক গলে আসেনি -
মেঘ ধৌত দোল-ফাগুনের চাঁদের আলো।
হুইসেল বাজিয়ে অস্তাচলের পথে -
মিলিয়ে গেছে রাতের শেষ ট্রেন;
আগ্নেয়শিলার মতো মন্থর স্মৃতি গুলো-
বিষাদের স্ক্রিবলে জমাট স্বপ্নচূর্ণ !
এখনই হয়তো ধূসর হবে;
বনলতার হরিণ কালো চোখ।
নেমে আসবে মিথ্যার মিথস্ক্রিয়ায় ভরা ইশ্বরের অশ্রু !
বেগানা বাতাসে সমুদ্রের ভাষা রেখে যাবে সমুদ্রের পথে;
আকাশে আবারও উঠবে সোনালী সূর্য,
জমবে ফুটন্ত ম্যাগমার মতো মেঘ।
শুভ্র মেঘের রথে বাজাবে প্রলয়মদিরা,
মেঘ সোনার বাঁশি।
অতঃপর বৃষ্টিনাট্যমঞ্চে হয়ত পড়া হবে
আমাদের পুরাতন চিঠি !
তুমি অপেহ্মায় থাকো প্রিয়তম-
নীলাম্বরী জড়িয়ে রক্তিম কৃষ্ণচুড়ার পথে !!