সময়ের বিতৃষ্ণা বোধে প্রিয় রক্ত গোলাপ -
আজ অনেকটাই বিবর্ণ,
ফিকে হয়ে গেছে সব রং;
অতীতের বর্ণাঢ্য যৌবনাবেগ নেই;
নেই প্রথম দৃষ্টিনন্দন সবুজ;
নেই অনাহুত আগন্তক প্রেমিক যুগল;
মনে হয় অচিরেই নুয়ে পড়বে প্রিয় রক্ত গোলাপ !
এক অনির্বচনীয় নবীন জীবনের মধুজ-শিশিরে ডুবে।
কে যেন উত্তরী বায়ুর যাত্রাপথ রুদ্ধ করে আছে :
তাই দখিনা মৃদুমন্দ সমীরণ তীব্র লহর তুলছে !
ভেঙে যাচ্ছে অজস্র সবুজ কচি পাতা:
অন্ত সঙ্ঘাতের রক্ত গোলাপ এখন হবে কৌটার ভরা জলরঙ ।
তাইতো তোমাকে একদিন কাঠগড়ায় দাঁড়াতেই হবে ;
প্রমাণিত সত্য বলতেই হবে ;
বলতে হবে - কে থেঁতলে দিয়েছিলো প্রিয় রক্ত গোলাপের শরীর।