আমিও নির্বাক আত্ন-দ্বন্দ্বে দন্ডিত হই
আমার ভিতরেও গড়ে ওঠে নিঃসঙ্গ বিকার; আমিও ছুটে বেড়ায় মেঘের ওরস থেকে-
অদৃশ্য অজানায়।
দেখি চারিদিক শুধু নির্লিপ্ত নিরবয়ব শূন্যতার অন্তহীন বিস্তার।
আমিও এক পা দু পা করে এগিয়ে যাই অনিন্দ্য সুন্দর আত্ববিলোপের পথে।
যেখানে আছে নহ্মত্রের হাজার আয়োজন!
আমার শরির বয়ে গড়িয়ে যাবে রুপালী জোৎস্নার স্রোত।
আমি কোনো দ্বিধা ছাড়াই পেরিয়ে যাবো শেষ তোরণ;
রেখে যাবো গল্পের চাপা নিঃশ্বাস ভরা চারিদিক অজস্র অজানা বিস্ময়, হ্মোপ।
আমিও সুমুদ্র চোখে-ফ্রেমের ভিতর থেকে দেখে নিবো -শুন্য ঘর, হলুদ বাতি, দেয়ালে সাটানো জীবন্ত পোস্টার।
শেষ বার হয়তো আমিও কেঁপে উঠবো!
ঝরিয়ে অনন্ত অশ্রু ধারা।
আমিও চাইবো ফিরে যেতেঃ
তবুও আমায় ডাকবো সে !
দীর্ঘ অপেক্ষায় দন্ডায়মান শব্দহীন তূথবদ্ধ-
এক সুমুদ্র অন্তিম।
অতঃপর সত্যিই আমি এগিয়ে যাবো - আরো কাছে এগিয়ে যাবো -পিছনে ফেলে সব ভুল!
এভাবেই একদিন কাক ডাকা ভোরে হবে-শেষ জনরন!
আমিও বেছে নিবো আগামীর ফ্রেমে বন্দী জীবন।