হয়তো আবার দেখা হবে
কোন এক ব্যস্ত দিনে ঝঞ্ঝা রোদ্দুরে;
বর্ণহীন,নোনা ধরা শহরের শেষ ব্রিজে।
দেখা হবে -
শেষ বিকালে মেঘে ঢাকা মেঘ নীলে;
উড়ন্ত সাদা পায়রার শান্ত কলরবে।
আবার দেখা হবে-
শহরের কোন কফি হাউজের গোল টেবিলে;
নব প্রেমে চোখে চোখ রাখা অস্থির আবেশে।
দেখা হবে -
মিথ্যে নগরের রাজপথে বসা কোন ফুলের দোকানে;
নক্ষত্রের রুপালি আগুন ঝরা রাতে।
আবার দেখা হবে -
গাড়ির শেষ ছিটে;
হাতে হাত রেখে মুখো-মুখি রক্ত মাতাল ক্ষণে।
দেখা হবে -
আবার দেখা হবে -
কারণে আর অকারণে !!