স্পর্শ দাও
মধ্য রাতের নাট্যশালায় অকস্মাৎ জেগে যাবো আমি!
রুদ্র বীণার সুরে আওয়াজ তোলো জোড়া ঘুঙুরের পায় ,
ঢেউ তোলো বুকে জাগা দীঘির কালো জলে ।
কামনার নেশায় গায়ে মাখি সোহাগের চন্দন আলো,
স্বর্গীয় আবেশে রক্তের আওয়াজে করি রঙিন মহুয়ার গান,
ধূপের মত জ্ব'লে উঠো ভেঙে ফেলো সব নক্ষত্রের দেওয়াল ।
আজ হবে স্বচ্ছ স্ফটিক আনন্দঘন বিমূর্ত !
মেঘের চাদর উড়িয়ে দাও ফণীমনসার ঝোপে ,
শুনতে কি পাও ?
প্রলয়ের দিকহারা শঙ্খনাদ !
চোখে ঠুলি দিয়ে এখনো বসে আছো কলঙ্ক আসনে !
লজ্জার বেড়ি বাঁধ রাখো না-
এই অঙ্গার পোড়া উর্দ্ধলোকে ।
মুখ তোলো চেয়ে দেখো-চোখের বারুদ অনল ,
জাগিয়ে তোলো গহীনে লুকিয়ে রাখা রোমাঞ্চিত নগর ।
মেলে দাও রাজহংসীর ডানা নীলাভ অন্ধকারে -
উত্তাল বাসনাই বুকের ভিতর ঢেলে দাও দহিত বিষাক্ত লাভা ।
কুসুমের মতো আমি ঘুমিয়ে যাবো -
দীপ্তমান সূর্যের রেখাতেও আর জাগবো না আমি ।
স্পর্শ দাও !!
প্রদীপ দাস
২০-জুলাই -২০১৭
আর কে মিশন রোড , ঢাকা
ছবি - আমি